ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা সিমেন্সের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা সিমেন্সের

ঢাকা: বিশ্বব্যাপী প্রায় আট হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জার্মানভিত্তিক ইউরোপের সর্ববৃহৎ বহুজাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান সিমেন্স। খরচ কমাতেই প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এ বিষয়ে এক বিবৃতিতে শুক্রবার (০৬ জানুয়ারি) সিমেন্স জানায়, খরচ কমাতে ও পূনর্বিন্যাসের অংশ হিসেবে বিশ্বব্যাপী সাত হাজার আটশ’ কর্মী ছাঁটাই করা হবে। শুধুমাত্র জার্মানিতেই তিন হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানায় প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির তিন লাখ কর্মী রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।