ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস অবস্থানে ৫৬ বার হামলা চালিয়েছে জর্দানি জঙ্গি বিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
আইএস অবস্থানে ৫৬ বার হামলা চালিয়েছে জর্দানি জঙ্গি বিমান

ঢাকা: গত তিনদিনে ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে ৫৬ বার বিমান হামলা চালিয়েছে জর্দানের জঙ্গি বিমান।

জর্দানের বিমানবাহিনী প্রধান জেনারেল মনসুর আল জাবুর আরও জানান, গত কয়েকদিনে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের অধীনে অন্তত ২০ শতাংশ হামলা সম্পাদন করেছে জর্দানি জঙ্গি বিমান।

এছাড়া আইএসকে পৃথিবীর বুক থেকে নির্মূল করারও অঙ্গীকার করেন তিনি।

শনিবার জর্দানের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত আল রাই পত্রিকা জানিয়েছে যেখানে আইএসকে পাওয়া যাবে সেখানেই তাদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জর্দান।

এদিকে নতুন আইএস বিরোধী অভিযানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত জন অ্যালেন জানান, মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন জোটের সহায়তায় শিগগিরই নতুন আইএস বিরোধী অভিযানে নামবে ইরাকি সেনাবাহিনী। এ লক্ষ্যে ১২টি ইরাকি ব্রিগেডকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।