ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ার পার্লামেন্ট সদস্যকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সোমালিয়ার পার্লামেন্ট সদস্যকে গুলি করে হত্যা

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক পার্লামেন্ট সদস্যকে গুলি করে হত্যা করেছে আল শাবাব যোদ্ধারা।

সোমবার বাড়ি থেকে বের হয়ে পার্লামেন্টে যাওয়ার পথে নিহত হন আব্দুলাহি কায়াদ বারী।

গত বছর ৫ আইন প্রণেতাকে গুলি করে হত্যা করে আল শাবাব। তবে আব্দুলাহি বারীই প্রথম পার্লামেন্ট সদস্য যিনি ২০১৫ সালে নিহত হলেন।

সোমালিয়ার পশ্চিমা সমর্থনপুষ্ট সরকারকে উৎখাতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আল কায়েদার সমর্থনপুষ্ট জঙ্গি সংগঠন আল শাবাব।

পার্লামেন্ট সদস্যদের হত্যা প্রসঙ্গে এক বিবৃতি আল শাবাব জানিয়েছে, সোমালিয়ায় বিদেশি সেনা রাখার পক্ষে অবস্থান নেয়ায় এই এমপিদের হত্যা করা হচ্ছে। আল শাবাবের মুখপাত্র শেখ আব্দুল আজিজ আবু মুসাব সংবাদ মাধ্যমকে জানান, আল শাবাব কমান্ডোরা বারীকে হত্যা করেছে। একইভাবে বাকি সব এমপিকেও হত্যা করার হুমকি দেন তিনি।

আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে সোমালিয়ায় আল শাবাব যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, কেনিয়া এবং ইথিওপিয়ার সেনারা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।