ঢাকা: নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামে সীমান্তবর্তী দেশ চাদে ঢুকে পড়েছে। প্রথমবারের মতো চাদে পা পড়ল জঙ্গিদের।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, মোটরবোটের মাধ্যমে লেক চাদ অতিক্রম করে জঙ্গিরা দেশটিতে প্রবেশ করে। তারা লেক তীরবর্তী একটি গ্রামে হামলা চালায়।
সম্প্রতি বোকো হারামের বিরুদ্ধে অভিযানে নাইজেরিয়া, নাইজার এবং ক্যামেরুনের সঙ্গে যোগ দেয় চাদ। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ হিসেবেই দেশটিতে হামলা চালিয়েছে বোকো হারাম।
একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, চাদের সেনাবাহিনী জঙ্গিদের হটিয়ে দিয়েছে। তার আগেই সাতজন বেসামরিক নাগরিককে হত্যা করে জঙ্গিরা।
বাসিন্দারা আরো জানান, জঙ্গিরা নাগোবুয়া গ্রামের অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫