ঢাকা: সিরিয়ার দক্ষিণাঞ্চলে গত এক সপ্তাহে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে প্রায় ১০০ জন নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করেছে।
সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে ৫০ জন বিদ্রোহী ও ৪৩ জন সেনা কর্মকর্তা রয়েছেন। এছাড়া লেবাননের শিয়া জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ, ইরানের রেভ্যুলিউশনারি গার্ডস হামলায় নিহত হয়েছে।
পর্যবেক্ষক সংস্থাটি আরো জানায়, জঙ্গিদের সামরিক বাহিনীর গোপন সংবাদ দিয়ে সাহায্য করার জন্য দারায় ১০ জন সেনা কর্মকর্তার ফাঁসি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫