ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
এবার ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস

ঢাকা: আইএসের নৃশংসতা থামছে না। লিবিয়ায় ২১ মিসরীয় নাগরিককে হত্যার একদিন পরই এবার ৪৫ জনকে পুড়িয়ে মেরেছে জঙ্গিরা।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর আল-বাগদাদিতে এ ঘটনা ঘটে।

ওই অঞ্চলের সেনাবাহিনীর কর্নেল কাসিম আল-ওবায়দি বলেন, নিহতদের পরিচয় এবং কোথা থেকে তাদের নিয়ে আসা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এদের মধ্যে কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে বলে তিনি মনে করেন।

গত সপ্তাহে মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের কাছে আল-বাগদাদি শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণে নেয় আইএস। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ঘরবাড়ি বর্তমানে আইএসের হামলার শিকার হচ্ছে। এ পরিস্থিতিতে কাসিম সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানান।

এর আগে জর্ডানের এক পাইলটকে পুড়িয়ে মারার ভিডিওচিত্র প্রকাশ করে বিশ্বব্যাপী ক্ষোভের মুখে পড়ে আইএস।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।