ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
আফগানিস্তানে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৭ সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ পাঞ্জশিরে ভয়াবহ তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশ ৮৭ জনে।

এ ঘটনায় একশ ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।



আফগানিস্তানের উদ্ধারকারীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ধসের ঘটনায় এখনো অনেক লোক চাপা পড়ে রয়েছেন বলে উদ্ধারকারীদের ধারণা।

এদিকে, নুরিস্তান প্রদেশে তুষারধসের ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, এক যুগের মধ্যে আফগানিস্তানে এটাই সবচেয়ে ভয়াবহ তুষারধসের ঘটনা। যদিও আফগানিস্তানে তুষার ধসের ঘটনা খুবই সাধারণ একটা ব্যাপার। তবুও এবারের ঘটনায় স্থানীয়রা হতভম্ব হয়ে গেছেন।

এর আগে ২০১০ সালে দেশটির সালাং এলাকায় তুষ‍ার ধসের ঘটনায় একশ ৬৫ জন মারা যান।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেশটির উত্তর-পূর্বাঞ্চল তুষারে চাপা পড়ার খবর জানায়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।