ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) অনুকরণে দুই নাইজেরীয় নাগরিকের শিরশ্ছেদ করে ধারণকৃত ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম।
আরবি, ইংরেজি এবং ফরাসি ভাষায় সাব-টাইটেলযুক্ত ছয় মিনিটের ওই ভিডিওটি সোমবার (৩ মার্চ) টুইটারে পোস্ট করে বোকো হারামের মিডিয়া শাখা।
ভিডিওতে দেখা যায়, পেছনে হাত বাঁধা অবস্থায় দু’জন লোক হাঁটুতে ভর করে বসে আছে। আর তাদের পেছনে চকচকে ছোরা হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ওই ঘাতকই পরে তাদের শিরশ্ছেদ করে।
ভিডিওটির অনুবাদকৃত অনুলিপিতে নিহত দুই ব্যক্তির একজনের পরিচয় জানা গেছে। ওই ব্যক্তি নিজেকে নাইজেরিয়ার বাগা শহরের একজন কৃষক বলে দাবি করেন। তিনি জানান, তাকে পুলিশ বলেছিলো, তার এলাকার মানুষদের সম্পর্কে তথ্য দিলে, তাকে এমন পরিমাণ অর্থ দেওয়া হবে যাতে সে আর দরিদ্র কৃষক থাকবে না।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫