ঢাকা: বিশ্বকাপ আসর চলাকালে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আগামী দু’দিনের মধ্যে আরও একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
দু’সপ্তাহ আগে কুইন্সল্যান্ডে আঘাত হানা মার্সিয়া ও লামের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই সোমবার (৯ মার্চ) দেশটির আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা এ পূর্বাভাস দিলেন।
তারা জানান, অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চল উপকূলে ক্রমশ ঘনীভূত হয়ে আসা নিম্নচাপটির একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হয়ে ওঠার সম্ভাবনা ৫০ শতাংশ।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে এটিকে দ্বিতীয় সর্বোচ্চ আশঙ্কা বিবেচনা করা হচ্ছে। যদিও দেশটির আবহাওয়া অধিদফতর এখনও আনুষ্ঠানিকভাবে বিশেষ সতর্ক বিজ্ঞপ্তি দেয়নি।
দু’সপ্তাহ আগেই দেশটির কুইন্সল্যান্ডে আঘাত হানে ঘূর্ণিঝড় মার্সিয়া ও লাম। ওই ঝড়ের প্রভাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার নির্ধারিত বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচটি পণ্ড হয়ে যায়। বিঘ্নিত হয় আরও ক’টি ম্যাচের খেলাও।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫