ঢাকা: শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার স্বার্থে কলম্বিয়ার বামপন্থি বিদ্রোহী গ্রুপ রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিরুদ্ধে সেনা অভিযান স্থগিত করেছে দেশটির সরকার।
মঙ্গলবার লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, ডিসেম্বরের ১৮ তারিখে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ফার্ক তাদের কথা রেখেছে।
কিউবায় কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা চলছে উল্লেখ করে কলম্বিয়ার অপর বিদ্রোহী গেরিলা গ্রুপ দ্য ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন সান্তোস।
১৯৬৪ সালে কলম্বিয়ার সেনাবাহিনী যখন পুরো দেশজুড়ে কমিউনিস্টদের ওপর অভিযান শুরু করে, তখন কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে আত্মপ্রকাশ করে ফার্ক।
অপরদিকে প্রায় একই সময় কলম্বিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামে বামপন্থি অপর গেরিলা গ্রুপ ইএলএন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫