ঢাকা: সন্দেহভাজন আট ইসলামিক স্টেট (আইএস) সদস্যকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। আটককৃত সবাই স্পেনের নাগরিক।
স্পেনে হামলা চালানোর পরিকল্পনা, সিরিয়া এবং ইরাকে আইএস’র জন্য কর্মী সংগ্রহের অভিযোগে শুক্রবার (১৩ মার্চ) ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত জানুয়ারিতে ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি হেবদো’র কার্যালয়ে জঙ্গি হামলায় ১৭ জন নিহতের ঘটনার পর থেকেই স্পেনে জঙ্গি তৎপরতা শুরু হয়।
শুক্রবার গ্রেফতারকৃত ৮ জনসহ ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ থাকার কারণে এ বছর এ পর্যন্ত মোট ২১ জনকে আটক করলো স্পেন পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫