ঢাকা: এক ডিক্রিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মাদুরোর নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ ইউনাইটেড সোশিয়ালিস্ট পার্টি অব ভেনিজুয়েলার নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল অ্যাসেম্বলি এই মেয়াদ বৃদ্ধির ডিক্রি জারি করে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভেনিজুয়েলাকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে আখ্যায়িত করেন। সেইসঙ্গে কারাকাসের সাত কর্তাব্যক্তির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে মাদুরো মেয়াদ বৃদ্ধির আবেদন জানান সংসদের কাছে।
তবে বিরোধীপক্ষ বলছে, মার্কিন পদক্ষেপকে ক্ষমতায় থাকার সুযোগ হিসেবে নিয়েছেন তিনি।
এদিকে সম্ভাব্য মার্কিন ‘হামলা’ প্রতিহত করতে শনিবার (১৪ মার্চ) থেকে সামরিক মহড়া শুরু করেছে লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। ১০ দিনব্যাপী এই মহড়ায় দেশটির ৮০ হাজার সেনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ২০ হাজার সমর্থক অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫