ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, মার্চ ১৮, ২০১৫
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি সিরিয়ার

ঢাকা: সিরিয়ায় মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ মার্চ) প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা।



এদিকে মার্কিন সেনাবাহিনীও সিরিয়ায় তাদের একটি ড্রোন হারিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান শুরুর পর কোনো মার্কিন বিমান লক্ষ্য করে সিরীয় বাহিনীর হামলার ঘটনা এটাই প্রথম।

পর্যবেক্ষকদের হিসাব অনুযায়ী, সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান শুরুর পর এখন পর্যন্ত বিমান হামলায় দেশটিতে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।