ঢাকা: ভারতে জম্মু-কাশ্মীরের এক পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় পুলিশসহ ৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় ভোর ৬টার দিকে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাগ পুলিশ স্টেশনে হামলা চালানো হয়।
ফিদাঈন গ্রুপ এ হামলার চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার অনেকে মনে করছেন, দেশটিতে কোনো অনুপ্রবেশকারী সংগঠন এ ঘটনা ঘটিয়েছে। আক্রান্ত পুলিশ স্টেশনটি ভারত সীমান্ত থেকে ১৫ কিলোমিটার ভেতরে অবস্থিত।
সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রাতেই হামলাকারীরা সীমান্ত অতিক্রম করে জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছে।
স্থানীয় গণমাধ্যম আরো জানিয়েছে, সেনা ইউনিফর্ম পরা জঙ্গিরা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে হামলা চালায়। এসময় পুলিশের পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়। হামলার কিছু পরই সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ সদস্য পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, পাঁচ ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধের শেষে হামলাকারী দুই জঙ্গি সদস্যই নিহত হয়েছে।
এদিকে ঝুঁকি এড়াতে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল হাইওয়ে-১ এ সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
চলতি মাসের প্রথম দিকে মুফতি মোহম্মদ সাঈদের সরকারের ক্ষমতায় আসার পর এটাই এই অঞ্চলে বড় কোনো হামলার ঘটনা।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫