ঢাকা: মাছ ধরার সময় শ্রীলংকার জলসীমায় ঢুকে পড়ায় ৫৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে শ্রীলংকার নৌবাহিনী।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
দেশটির নৌপুলিশ জানিয়েছে, শ্রীলংকার জলসীমার ভেতর কাতশাতিভু ও নেদুনথিভু এলাকায় মাছ ধরার সময় তাদের আটক করা হয়। আটককৃত সবাই ভারতের তামিলনাড়ুর অধিবাসী। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নৌবাহিনী ঘাঁটিতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে প্রায়ই ভারত ও শ্রীলংকার জেলেরা মাছধরার সময় উভয় দেশের জলসীমায় ঢুকে পড়ার প্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসনে আগামী ২৪ ও ২৫ মার্চ চেন্নাইয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
এর আগে শ্রীলংকার জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় জেলেদের গুলি করে হত্যার হুমকি দেন দেশটির প্রধানমন্ত্রী রনিল ভিক্রমাসিংহে। সে সময় তিনি তার যুক্তিতে বলেন, আপনার বাড়িতে কেউ বিনা অনুমতিতে ঢুকে পড়লে তাকে গুলি করার ক্ষমতা আইন আপনাকে দিয়েছে।
বাংলাদেশ সময: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫