ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম প্রার্থিতা ঘোষণা রিপাবলিকান ক্রুজের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
প্রথম প্রার্থিতা ঘোষণা রিপাবলিকান ক্রুজের ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর টেড ক্রুজ।

আনুষ্ঠানিকভাবে প্রথম কোনো রিপাবলিকান প্রার্থী হিসেবে এ ঘোষণা দিলেন টেক্সাসের ৪৪ বছর বয়সী সিনেটর।



ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও পোস্টে প্রার্থিতা ঘোষণার পর সোমবার (২৩ মার্চ) ভার্জিনিয়ার লিবারটি ‌ইউনিভার্সিটিতে পুরো নির্বাচনী পরিকল্পনা তুলে ধরবেন ক্রুজ।

অবশ্য, ক্রুজ আগেভাগে প্রার্থিতা ঘোষণা করলেও রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের ছেলে ও জর্জ বুশের ভাই জেব বুশ এবং নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টিও তাদের প্রার্থিতা ধীরেসুস্থে ঘোষণা করবেন বলে খবর পাওয়া যাচ্ছে।

এছাড়া, নির্বাচনে অংশ নিতে রিপাবলিকান পার্টিরই সিনেটর মার্কো রুবিও ও রান্ড পল তাদের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

রিপাবলিকানদের মধ্যে বিশেষত জেব বুশ হাইপ্রোফাইলড প্রার্থী হলেও লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যদিও হিলারিও এখন আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।