ঢাকা: সিনাই উপত্যকায় মিশরীয় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে পাঁচ সেনা ও ১৫ হামলাকারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইসরায়েল ও গাজা উপত্যকার সীমান্তবর্তী সিনাই উপত্যকার শেইখ যুয়েইদ ও রাফাহ চেকপয়েন্টে সেনা সদস্যদের লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে।
এ ঘটনায় আরো অন্তত ১১ সেনা ও বেসামরিক লোক আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার সময় মিশরীয় সেনাদের পাল্টা গুলিতে অন্তত ১৫ জন বন্দুকধারীও নিহত হয়েছে।
২০১৩ সালে মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরকি সরকার উৎক্ষাতের পর থেকেই এই অঞ্চলে সেনাসদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে আসছে।
এসব হামলার বেশিরভাগের দায় স্বীকার করে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থনপুষ্ট সিনাইভত্তিক আনসার বায়েত আল-মাকদিস।
তবে বৃহস্পতিবারের ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কোনো সংগঠনও এ হামলার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫