ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি হামলায় কেনিয়ায় ৭০বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
জঙ্গি হামলায় কেনিয়ায় ৭০বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কেনিয়ার গারসা বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গি হামলায় কমপক্ষে ৭০জন শিক্ষার্থী নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সোমালিয়ার ইসলামী জঙ্গিবাদি দল আল শাবাব বৃহস্পতিবার ভোরের আগে এ হামলা করেছে।



আরো ৭৯জন শিক্ষার্থী এই হামলায় আহত হয়েছেন।

এদিকে, কেনিয়ার সৈন্যরা পাল্টা হামলা চালালে চারজন বন্দুকধারীও নিহত হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী যোসেফ নাইসেরি বলেন, ‘আমরা এখন রক্ত ও অন্যান্য ধ্বংসাবশেষ পরিষ্কার করে যাচ্ছি। ’

বিশ্ববিদ্যালয়টির একটি দালানে বার ঘন্টারও বেশি সময় লুকিয়ে ছিল জঙ্গিরা।

সেনাদের বরাত দিয়ে সাংবাদিকরা জানান, হামলাকারীরা দালানটির ভেতর থেকে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছিল।

এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পালাতে গিয়ে সেনাদের হাতে ধরা পরেছে একজন বন্দুকধারী।

১৯৯৮ সালে কেনিয়ায় মার্কিন দূতাবাসে হামলার পর এ হামলাটিকে কেনিয়ার সবচেয়ে বড় জঙ্গিবাদী আঘাত হিসেবে গণ্য করা হচ্ছে।

আল-কায়েদার সঙ্গে যুক্ত আল শাবাব এই হামলার দায়-দায়িত্ত্ব স্বীকার করে নিয়েছে। এর আগেও তারা কেনিয়ার রাজধানি নাইরবি’র এক বিপণিকেন্দ্র ‘ওয়েস্টগেট’-এ হামলা চালিয়ে অন্ততঃ ৬৭জনকে হত্যা করেছিল ২০১৩ সেপ্টেম্বরে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।