ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গারিসা হত্যাযজ্ঞের পর

কেনিয়ায় ফের হামলার হুমকি আল শাবাবের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
কেনিয়ায় ফের হামলার হুমকি আল শাবাবের

ঢাকা: কেনিয়ার গারিসা শহরে হামলা চালিয়ে ১৪৮ জনকে হত্যার পর দেশটিতে নতুন করে হামলার হুমকি দিয়েছে সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাবাব।

শনিবার এক বিবৃতিতে কেনিয়ার শহরগুলোকে রক্তে লাল করে দেয়ার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি।



বিবৃতিতে আরও বলা হয়, কোনো পূর্ব সতর্কতা কিংবা নিরাপত্তা ব্যবস্থাই তোমাদের নগরীতে আরও হামলা ও রক্তপাত ঠেকাতে পারবে না।

গত বৃহস্পতিবার কেনিয়ার গারিসায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় চার আত্মঘাতী আল শাবাব যোদ্ধা। সোমালিয়ায় কেনিয়ার সামরিক হস্তক্ষেপ এবং কেনিয়ার মুসলিম সংখ্যালঘুদের ওপর নাইরোবি সরকারের নিপীড়নমূলক আচরণের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে আল শাবাব।

কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ ঘটনায় ১৪২ জন শিক্ষার্থী মারা গেছে। এছাড়া প্রাণ হারিয়েছে তিন পুলিশ ও তিন সেনা। এছাড়া মারা গেছে চার হামলাকারীও।

কেনিয়ার নাইরোবিতে ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে বোমা হামলায় ২ শতাধিক মানুষ নিহত হওয়ার পর এই হামলাই সবচেয়ে ভয়াবহ।

২০১১ সালে সোমালিয়ায় আল শাবাবকে দমন করতে সেনা পাঠায় কেনিয়া। এ প্রতিক্রিয়ায় কেনিয়ার মাটিতে হামলা চালানোর হুমকি দেয় আল শাবাব।

গত বছরের সেপ্টেম্বর মাসেও নাইরোবির একটি অভিজাত শপিং মলে আল শাবাবের হামলায় প্রাণ হারায় ৬৭ জন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।