ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পুলিশের একটি জেলা হেডকোয়ার্টারে জঙ্গি হামলায় অন্তত ১৯ পুলিশ কর্মকর্তা ও সাত সেনা সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) হেলমান্দের নাও জাদ জেলার পুলিশ হেডকোয়ার্টারে এই হামলা চালায় তালেবান জঙ্গিরা।
হেডকোয়ার্টারের ভেতরে আটকে পড়া জেলার পুলিশ প্রধান নাপাস খান ফোনে সংবাদমাধ্যমকে বলেন, জঙ্গিরা আমাদের ভবন থেকে ২০ মিটার (৬৫ ফুট) দূরে রয়েছে। আমরা সরকারের তরফ থেকে জোরালো জবাব চাই।
তিনি জানান, জেলার বেশ কয়েকটি পুলিশ তল্লাশি কেন্দ্র দুমড়ে-মুচড়ে দেওয়ার পর দিনের শেষে হেডকোয়ার্টার আক্রমণে আসে জঙ্গিরা।
নাপাস খান বলেন, তারা আমাদের প্রায় সবগুলো তল্লাশি কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। এখন জেলা সদরদফতরে পৌঁছে গেছে। পাহাড় বেয়ে আসা জঙ্গিরা চারদিক থেকে ঘেরাও করে আমাদের দফতর লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়ছে।
নাপাস খান যখন কথা বলছিলেন, তখন তার ফোনের মাধ্যমে বন্দুক ও চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল বলে জানায় একটি বার্তা সংস্থা।
মার্চে তালেবানবিরোধী অভিযান শুরুর পর থেকেই অস্থিতিশীল হেলমান্দ আরও অস্থিতিশীল হয়ে ওঠে। এরপর আত্মঘাতীসহ নানা ধরনের হামলা শুরু করে জঙ্গিরা। সবশেষে সোমবার এ বর্বরোচিত হামলা চালালো তারা।
জঙ্গিদের হটিয়ে দিতে সেখানে প্রদেশের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বাহিনী পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এইচএ/