ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি ভূখণ্ডে একদিনে ৩ শতাধিক রকেট ছুড়লো হিজবুল্লাহ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ইসরায়েলি ভূখণ্ডে একদিনে ৩ শতাধিক রকেট ছুড়লো হিজবুল্লাহ 

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এবারের হামলায় প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা করা হয়েছে।

এছাড়া তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুর ওপরও আক্রমণ চালানো হয়েছে।  

এ হামলায় অন্তত ১১ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।

সরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বৈরুতে ইসরায়েলি হামলায়  কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার একদিন পর হিজবুল্লাহর এই হামলা চালালো। খবর আল জাজিরা

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই হামলাকে যুদ্ধবিরতি প্রচেষ্টার বিরুদ্ধে আক্রমণ হিসেবে নিন্দা করেছেন।

এদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় আরও একজন লেবানিজ সেনা নিহত হয়েছেন এবং গত অক্টোবর থেকে ৪০ জনেরও বেশি লেবানিজ সেনা নিহত হয়েছে। লেবাননের সেনাবাহিনী বেসামরিক জনগণের সহায়তায় কাজ করছে, কিন্তু এসব সাহায্য কার্যক্রমেও ইসরায়েলি হামলার শিকার হচ্ছে তারা।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।