ঢাকা: বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে ৭২৭ অভিবাসী উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। এদের ‘বাঙালি’ বলে দাবি করছে স্থানীয় সরকার।
দেশটির তথ্য মন্ত্রণালয় ও নৌবাহিনী সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শুক্রবার (২৯ মে) এ খবর জানিয়েছে।
জাতীয়তা না জানানো হলেও উদ্ধার অভিবাসীদের ‘বাঙালি’ বলে দাবি করছে মায়ানমারের তথ্য মন্ত্রণালয়। সাধারণত দেশটির অধিকার বঞ্চিত সংখ্যালঘু রোহিঙ্গা ও বাংলাদেশিদের ‘বাঙালি’ বলে থাকে মায়ানমার সরকার।
তবে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, উদ্ধার অভিবাসীদের বেশিরভাগই রোহিঙ্গা বলে মনে করা হচ্ছে। স্বদেশে নিপীড়িত হয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার উদ্দেশে পাড়ি জমাতে চাইছিল তারা।
সংবাদমাধ্যম আরও বলছে, সম্প্রতি সৃষ্ট অভিবাসী সংকটের প্রেক্ষিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যখন এ বিষয়ে আঞ্চলিক সম্মেলন চলছে, ঠিক তখনই এই অভিবাসী উদ্ধারের খবর এলো।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫/আপডেট ১৭৪২ ঘণ্টা
এইচএ/
** অভিবাসন সমস্যা নিয়ে মায়ানমারের পাল্টাঘাত
** লিয়াজোঁ অফিস খোলার প্রস্তাব বাংলাদেশের