ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজপথে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ভেনেজুয়েলায় কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজপথে বিক্ষোভ ছবি: সংগৃহীত

ঢাকা: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিরোধী দলীয় নেতাদের কারাগার থেকে মুক্তির দাবিতে হাজার-হাজার বিক্ষুদ্ধ ভেনেজুয়েলান রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

রোববার (৩১ মে) সকালে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।



বিক্ষুব্ধ জনতা সাবেক কারাকাস সিটি মেয়র লিওপোলডো লোপেজ, ড্যানিয়েল সেবালোজসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ করেন।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ২০১৪ সালে ফেবুয়ারি মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় ৪৩ জনের মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে কারাবন্দী করেন।

এর আগে লিওপোলডো লোপেজ এবং ড্যানিয়েল সেবালোজ কারাগারে অনশন কর্মসূচি শুরু করলে বিক্ষুদ্ধরা দেশটির বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবিতে ছবি সংবলিত ব্যানার-ফ্যাস্টুন নিয়ে কারাগারের সামনে ভিড় করেন।

এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, তার দেশের বিচারপতিরা স্বাধীন, তাই তারা অপরাধীদের কারাগারে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ৩১, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।