ঢাকা: নাইজেরিয়ায় পেট্রোলবাহী একটি লরি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
দেশটির আনামব্রা প্রদেশের রাজধানী ওনিতসায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের মুখপাত্র উচেন্না এজেহের বরাত দিয়ে সোমবার (০১ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
উচেন্না জানান, স্থানীয় সময় রোববার (৩১ মে) রাতে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসস্টেশনে দুর্ঘটনার মুখে পড়ে। এসময় লরিটির পেট্রোলপূর্ণ ট্যাংকার বিস্ফোরিত হয়। নিহতদের সবাই বিস্ফোরণে সৃষ্ট আগুনে পুড়ে মারা গেছেন।
লরিটির চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন, সে ব্যাপারে কিছু জানা না গেলেও পুলিশ এই ঘটনাকে একটি দুর্ঘটনা বলেই মনে করছে বলে জানান উচেন্না।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
আরএইচ/