ঢাকা: ইন্দোনেশিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ৬৫ জন অভিবাসী ছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ নৌকাটিকে সাগরে ঘুরিয়ে দেওয়ার পর ইন্দোনেশিয়ার লিন্দুতি দ্বীপে সোমবার (০১ জুন) এটি ডুবে যায় বলে মঙ্গলবার (০২ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রবাল প্রাচীরের সঙ্গে সংঘর্ষের কারণেই নৌকাটি ডুবেছে বলে জানিয়েছে ইন্দোনেশীয় পুলিশ।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় ১০ জন বাংলাদেশি, ৫৪ জন শ্রীলঙ্কান, একজন মায়ানমারের নাগরিক ছিল। এছাড়া এতে ক্রু ছিল আরও পাঁচজন। অভিবাসীদের মধ্যে চারজন নারী ও তিনজন শিশু।
অভিবাসীদের সবাকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তাদেরকে বর্তমানে রোটে দ্বীপে রাথা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (০২ জুন) তাদের পশ্চিম তিমোরের কুপাংয়ে নেওয়া হবে। ক্রুদের একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ০২, ২০১৫/আপডেট: ১২০৫ ঘণ্টা
আরএইচ