ঢাকা: মিশরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
মিশরীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১৪ জুন) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মিশরের লোহিত সাগর প্রাদেশিক সরকারের জরুরি বিভাগের পরিচালক হুসাম জামিল জানান, হুর্গাদা শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে ১১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
স্থানীয় নিরাপত্তা বিভাগের পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন, রাজধানী কায়রো থেকে ১২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াদি নত্রুন এলাকায় মিনিবাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
প্রতি বছর মিশরে সড়ক দুর্ঘটনায় বহু লোকের মৃত্যু হয়। এর বেশিরভাগই বেপরোয়া গাড়ি চালানো, সড়কের খারাপ অবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দুরবস্থার কারণে বলে মনে করেন বিশ্লেষকরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হিসাবে, সড়ক দুর্ঘটনায় মিশরে বছরে ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএইচ