ঢাকা: বাহরাইনের প্রধান বিরোধী দল আল ওয়েফাক নেতা শেখ আলি সালমানকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
শাসন ব্যবস্থার বিরুদ্ধে উত্তেজনার সৃষ্টির অভিযোগে মঙ্গলবার (১৬ জুন) তাকে এই কারাদণ্ড দেওয়া হয় বলে আল ওয়েফাকের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দলীয় টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলা হয়, বাহরাইনি বিরোধী দলীয় নেতা শেখ আলি সালমানকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আরএইচ/।