ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৫ নবজাতক খুনের দায়ে মায়ের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
৫ নবজাতক খুনের দায়ে মায়ের যাবজ্জীবন ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ নবজাতককে খুনের দায়ে ফিনল্যান্ডের এক মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

সোমবার (১৫ জুন) উত্তর ফিনল্যান্ডের ওলু আদালত এই রায় দেন।

ওই মায়ের বিরুদ্ধে ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আট বছরে তার পাঁচ শিশু সন্তানকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়।

স্থানীয় আইনজীবীদের বরাত দিয়ে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দীর্ঘ এ সময়ে নিজের ঘরে সন্তানদের জন্ম দেওয়ার পর অযত্নে ফেলে রাখতেন ওই নারী। সন্তানদের মৃত্যু হলে তাদের মৃতদেহ ঘরের রেফ্রিজারেটর কিংবা বেজমেন্টে রেখে দিতেন তিনি।

ওই নারীর ঘর থেকে অস্বাভাবিক গন্ধ আসছে বলে অভিযোগ করার পর ২০১৪ সালের জুনে অনুসন্ধান চালিয়ে নবজাতকদের মৃতদেহগুলো উদ্ধার করে ‍পুলিশ।

সোমবার রায় ঘোষণার আগে ওই মা দাবি করেন, তিনি ভেবেছিলেন বাচ্চাদের প্রাণ ছিল না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, সন্তান জন্মদানপূর্ব ও জন্মদানপরবর্তী মাতৃত্বে নিরাপত্তার ক্ষেত্রে ফিনল্যান্ড অনেক এগিয়ে থাকলেও দেশটিতে বাসাবাড়িতে জন্মদান বিরল ঘটনা।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।