ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ১৩ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ভূমধ্যসাগরে ১৩ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে একটি নৌকা থেকে ১৩ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে আরও পাঁচ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে।



ইতালীয় কোস্ট গার্ডের এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে কিভাবে এই অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু না জানাননি ওই মুখপাত্র।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের ট্রাইটন মিশনের অংশ হিসেবে ভূমধ্যসাগরে টহল দেওয়ার সময় আইরিশ একটি নৌ-জাহাজ লিবীয় উপকূল থেকে ৫০ মাইল দূরে সোমবার (২৭ জুলাই) দিনগত মধ্যরাতে নৌকাটি থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে।

ইতালীয় কোস্টগার্ডে ওই মুখপাত্র জানিয়েছেন, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে মৃতদের কোথায় সমাহিত করা হবে। সেই সঙ্গে জীবিত উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের কোথায় নেওয়া হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।