ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবদুল কালামের অজানা ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আবদুল কালামের অজানা ১০ ড. এপিজে আবদুল কালাম

ঢাকা: সদ্যই সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অন্য ভুবনে পাড়ি জমিয়েছেন ড. এপিজে আবদুল কালাম।

ছিলেন শিক্ষক, বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতিসহ সর্বপরি একজন আপাদমস্তক স্বপ্নবাজ মানুষ।

নিজে স্বপ্ন দেখেছেন, অন্যকেও বিলিয়েছেন সেই স্বপ্ন।

জীবিতাবস্থায় ছিলেন অসংখ্য মানুষের শ্রদ্ধা ও অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। কাজেই এ মহাত্মনের জন্ম, বেড়ে ওঠা ও জীবন যাপন সম্পর্কে কারও তেমন বিশেষ অজানা থাকার কথা নয়।

তারপরও ড. আবদুল কালাম সম্পর্কে আমরা সবকিছুই কি জানি? দেখে নিই এ মহান স্বপ্নদ্রষ্টার অজানা দশ।
 
১. ড. কালাম দক্ষিণ ভারতীয় খাবার বিশেষত ‘ইডলি’ খেতে খুব পছন্দ করতেন।

২. কর্ণাটকী কণ্ঠশিল্পী এমএস শুভলক্ষ্মীর গানের বড় ভক্ত ছিলেন ড. কালাম। শুভলক্ষ্মীও কালামকে খুব ভালোবাসতেন। বিখ্যাত এ সঙ্গীতজ্ঞ নিজের হাতে কিছু রান্না করলে তা তাকে পাঠাতেন। দু’জনে মিলে মেঝেতে বসে কলাপাতার উপরও খেতেন।

৩. ছোটবেলায় ড. কালামের তিনজন ঘনিষ্ঠবন্ধু ছিলেন। রামনধ শাস্ত্রী, অরবিন্দন ও শিবপ্রকাশন। এ তিন বন্ধুই ছিলেন ব্রাহ্মণ পরিবারের সন্তান।

৪. রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন ড. কালামের বাবার প্রিয় বন্ধু।

৫. রাষ্ট্রপতি হওয়ার আগে ড. কালাম এক কামরার একটি ছোট্ট ঘরে থাকতেন।

৬. রাষ্ট্রপতি হওয়ার পর নিয়ম অনুযায়ী ড. কালামের আত্মীয়রা রাষ্ট্রপতি ভবনে বিনা খরচে বিমানে চেপে তার  শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারতেন। কিন্তু তা না করে তিনি দ্বিতীয় শ্রেণীর ট্রেনের টিকিট চেয়েছিলেন।

৭. ড. কালামকে একবার বাড়ির বাইরের দেওয়ালে ভাঙা কাচ লাগানোর কথা বলা হলে সেটি শুনে প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। কারণ, তার মনে হয়েছিল এতে পাখিদের খুব অসুবিধা হবে।

৮. দেশের প্রথম অবিবাহিত রাষ্ট্রপতি ড. কালামকে একবার এক অনুষ্ঠানে বাকিদের চেয়ে বড় ও বিশেষভাবে বানানো একটি চেয়ারে বসতে বলা হয়েছিল। তিনি তাতে রাজি হননি ও বাকিদের মতো সাধারণ চেয়ারে বসেছিলেন।

৯. কেরলে রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফরে ড. কালাম রাজভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন বিশেষ দু’জনকে। একজন হলেন রাস্তার মুচি আর অন্যজন ছোট এক হোটেলের মালিক।

১০. একবার ৪শ জন শিক্ষার্থীর সামনে ড. কাল‍াম বক্তব্য রাখার সময় বিদ্যুত্‍ চলে যায়। কিন্তু তিনি তাতে থেমে থাকেননি। সঙ্গে সঙ্গে তাদের বলেন, তাকে গোল হয়ে ঘিরে দাঁড়াতে। খালি গলাতেই ৪শ জন শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য চালিয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এসএস

** যে কষ্ট রয়েই গেল আবদুল কালামের
** এপিজে আবদুল কালামের ভাগ্যগড়ার বিশ্বাস
** মৃত্যুর আগেই মারার দায় নীরার!
** অন্তিমযাত্রার আগে জীবনের শেষ ‍ছবি
** একজন আবদুল কালাম: পরশ পাথর, শিক্ষক এবং পথপ্রদর্শক
** আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার
** ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে হাইকমিশনে শোকবই
** বাসভবনে আবদুল কালামের মরদেহ
** দিল্লি পৌঁছেছে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের সম্মানে বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
** আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়া তামিলনাড়ুতে

** লন্ডনে নৈশভোজ-বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল মমতার

** ‘পারলে একদিন অতিরিক্ত কাজ করবে’
** আবদুল কালামের স্মরণে ভারতীয় সংসদে নিরবতা
** আবদুল কালামের শেষ টুইট
** দুপুরে দিল্লি পৌঁছুবে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের সেরা ১০ উক্তি
** দিল্লি নেওয়া হচ্ছে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের যে ইচ্ছা অপূর্ণই রয়ে গেলো
** টুইটারে আবদুল কালামকে শ্রদ্ধাভরে স্মরণ
** এপিজে আবদুল কালাম আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।