ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিশু মৃত্যুর ঘটনায় পশ্চিম তীরে ফের সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
শিশু মৃত্যুর ঘটনায় পশ্চিম তীরে ফের সহিংসতা ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় ফের সহিংস হয়ে উঠেছে পশ্চিম তীর। এ ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই বিক্ষোভকারীর মৃত্যুও হয়েছে।



শুক্রবার (৩১ জুলাই) পশ্চিম তীরে নাবলুস শহরের দক্ষিণে দুমা গ্রামে দুটি বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিলে জীবন্ত দগ্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুর বাবা আলি সাদ দাওয়াবশেহ ও চার বছরের বড়ভাইও আহত হন। নাবলুসের রাফিদিয়া হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের ৭৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েল কর্তৃপক্ষ এই নাশকতার ঘটনায় নিন্দা ও সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার কথা জানালেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েল সরকারের দিকেই আঙ্গুল তুলেছে। ঘটনার পর পরই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু আরদেইনেহ বলেছেন, ইসরায়েল সরকারই এ ঘটনার জন্য দায়ী। কারণ তারা ফিলিস্তিনে উপনিবেশিকতার মনোভাব নিয়ে অনৈতিক কার্যকলাপ পরিচালনার চেষ্টা করে ও যারা এ ধরনের কাজ করে তাদের পক্ষ নেয়।

এদিকে, শিশু মৃত্যুর ঘটনায় পশ্চিম তীরে বিক্ষোভ শুরু করেছে ফিলিস্তিনের জনগণ। বিক্ষোভের সময় শনিবার (০১ আগস্ট) স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনাদের গুলিতে লাইথ ফাদেল আল-খালাদি (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জিনফার বাসিন্দা লাইথ রামাল্লার কাছে অন্যান্যদের সঙ্গে বিক্ষোভ করছিলেন। বির জেইতের কাছে আতারা চেকপয়েন্টে সংঘর্ষ শুরু হলে ইসরায়েলি সেনাদের স্নাইপারের গুলিতে তিনি নিহত হন।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, লাইথ তাদের ওয়াচ টাওয়ার লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) মোহাম্মদ আল-মাসরি (১৭) নামের এক কিশোর বিক্ষোভের সময় সীমানা বেড়া অতিক্রমের চেষ্টা করলে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। এ নিয়ে এবারের সহিংসতায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনের মৃত্যু হলো।

এদিকে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) শিশু মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করতে যাচ্ছে বলে কর্তৃপক্ষে বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আমরা ন্যায়বিচার চাই। তবে ইসরায়েলের কাছে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আমার সন্দেহ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
আরএইচ

** সন্ত্রাসীদের আগুনে পুড়ে কয়লা হলো ফিলিস্তিনি শিশু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।