ঢাকা: কলম্বিয়ায় পুলিশ বাহিনীর একটি হেলিকপ্টার বিদ্ধস্তের ঘটনায় ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।
মঙ্গলবার (০৪ আগস্ট) দেশটির প্রত্যন্ত একটি বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে সংবাদমাধ্যমে প্রকাশ।
হেলিকপ্টারটির পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযানে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
কলম্বিয়া পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাদক চোরাচালানিদের নির্মূল করতে ওই অভিযানটি পরিচালিত হচ্ছিল। হেলিকপ্টারটিতে মোট ১৭ জন আরোহী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে এ বিধ্বস্তের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শুক্রবার দেশটির লাস পালোমাসে বিমানবাহিনীর একটি প্লেন বিধ্বস্তের ঘটনায় ১১ সেনা সদস্য নিহত হন।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এসইউ