ঢাকা: ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিউনিয়নে পাওয়া প্লেনের ডানার অংশ নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
ধ্বংসাবশেষ পরীক্ষারত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে বুধবার (০৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন তিনি।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, ‘আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন- ফ্রান্সের দ্বীপে পাওয়া প্লেনের ধ্বংসাবশেষ নিখোঁজ এমএইচ ৩৭০ ফ্লাইটের। ’
গত বছর মার্চে ২৩৯জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ ফ্লাইটটি।
এরপর অনেক খোঁজাখুঁজি করেও ‘নিশ্চিতভাবে’ প্লেনটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ধারণা করা হয়, ভারত মহাসাগরের কোনো অংশে প্লেনটি বিধ্বস্ত হয়। এ ধারণা থেকে মহাসাগরের বিশাল অংশ জুড়ে অস্ট্রেলিয়ার নেতৃত্বে বহুজাতিক অনুসন্ধান
ও উদ্ধার অভিযান চালানো হয়। যা এখনও অব্যাহত আছে।
এক সপ্তাহ আগে ভারত মহাসাগরের রিউনিয়ন দ্বীপে বিধ্বস্ত প্লেনের ডানার ওই খণ্ডাংশ পাওয়া যায়।
মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমাদের কাছে বস্তুগত প্রমাণ আছে যে, এমএইচ ৩৭০ দক্ষিণ ভারতীয় সাগরেই ভূপাতিত হয়েছিল। ’
‘প্লেনটি নিখোঁজ হওয়ার পর থেকে আরোহীদের পরিবারগুলো যে দুঃসহ কষ্ট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এসেছে তা বর্ণনাতীত,’ বলেন নাজিব রাজাক।
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এমএ/
** আরও একটি ধ্বংসাবশেষ ভেসে এসেছে লা রিউনিয়নে
** এমএইচ৩৭০ এর ধ্বংসাবশেষ উদ্ধার!
** একই স্থানে এবার মিললো স্যুটকেস!
** লা রিউনিয়নে উদ্ধার ধ্বংসাবশেষ এমএইচ৩৭০’র!
** প্যারিসে পৌঁছেছে লা রিউনিয়নে উদ্ধার ধ্বংসাবশেষ