ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
পাকিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০০

মুজাফ্ফরাবাদ: পাকিস্তানে বন্যায় নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। রোববার পাকিস্তান শাসিত কাশ্মিরের রাজধানীতে প্রায় ৫০ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এরপর সর্বমোট নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যাওয়ার বিষয়টি পাকিস্তানি সরকারি কর্মকর্তারা জানান।

পাক অধিকৃত কাশ্মিরের রাষ্ট্রিয় দূযোর্গ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ফারুক নিয়াজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত সপ্তাহ পর “মুজাফ্ফরাবাদের বিভিন্ন এলাকায় বন্যায় আরো ৪৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন”।

চলমান বন্যায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খায়বার পাখতুনখোয়া প্রদেশে এপর্যন্ত কমপক্ষে ৮৬২ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।