ঢাকা: পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ দফতরের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করার ছক কষছে বলে সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়।
সতর্কবার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্নভাবে কম্পিউটার নেটওয়ার্ক ভাঙতে চাইবে। এজন্য তারা বিভিন্নভাবে বিভ্রান্তও করতে চাইবে। সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে।
ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে এবং নয়াদিল্লিতে দু’দেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাদের মধ্যে বৈঠকের আগে এ সতর্কতা জারি করা হলো।
গোয়েন্দাদের পক্ষ থেকে সতর্কতা পেয়ে ভারত সরকারের দেওয়া এ নির্দেশনার জবাবে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এইচএ/