ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের প্রত্যন্ত এক গ্রামে ‘ডাকিনীবিদ্যা’ বা ‘কালো জাদু’ অনুশীলনের অভিযোগে পাঁচ নারীকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। পুলিশের বরাত দিয়ে শনিবার (০৮ আগস্ট) এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী ওই গ্রামে শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতে এ হত্যাকাণ্ড ঘটে।
ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, গ্রামবাসী ওই নারীদের তাদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে আনে। এরপর তাদের পিটিয়ে হত্যা করে।
রাঁচি পুলিশের উপ-প্রধান অরুণ কুমার সিং জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের ২৪ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগেরই বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে।
এ ঘটনায় নিন্দা জানিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবার দাস এক বিবৃতিতে বলেন, জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার এই সময়ে এমন হত্যাকাণ্ড সত্যিই দুঃখজনক ও নিন্দনীয়।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
আরএইচ/জেডএম