ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকি প্রশাসনে ব্যাপক সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ইরাকি প্রশাসনে ব্যাপক সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে প্রশাসনিক ও অর্থনৈতিকখাতে ব্যাপক সংস্কারের প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এরই অংশ হিসাবে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ বিলুপ্তির সুপারিশ করেছেন তিনি।



রোববার (০৯ আগস্ট) প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে এক বিবৃতিতে আবাদি বলেন, দূর্নীতি দমনে তিনি সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত শুরু করবেন। সেই সঙ্গে সাম্প্রদায়িক বিচারে নয়, দক্ষতার ভিত্তিতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ দেবেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকারের ব্যয় কমাতে ঊর্ধ্বতনদের নিরাপত্তায় নিয়োজিত সদস্যের সংখ্যাও কমিয়ে আনা হবে।

গত শুক্রবার (০৭ আগস্ট) আবাদি বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের সঙ্গে সরকারের ব্যয় কমানো ও দূর্নীতি দমনে করণীয় সম্পর্কে আলোচনা করতে এক বৈঠকে বসেন। এ বৈঠকে তারা প্রশাসনিক সংস্কারের বিষয়েও আলোচনা করেন।

তবে এ ব্যাপক সংস্কার বাস্তবায়ন করতে হলে প্রথমে আবাদির মন্ত্রিপরিষদে প্রস্তাবটি অনুমোদন করাত হবে। এরপর তা সংসদে পাশ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।