ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে উ. কোরিয়া বিরোধী প্রচারণার ঘোষণা দ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
সীমান্তে উ. কোরিয়া বিরোধী প্রচারণার ঘোষণা দ. কোরিয়ার সংগৃহীত

ঢাকা: প্রায় এক যুগ পর ফের সীমান্তে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা অভিযান শুরু করতে চলেছে দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে তিন দফায় ল্যান্ডমাইন হামলার জবাব দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



সোমবার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

ওই মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, সীমান্তে লাউডস্পিকারে প্রচারণা অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে আমাদের সেনাবাহিনী।

গত সপ্তাহের ওই ল্যান্ডমাইন হামলায় দক্ষিণ কোরিয়ার দুই সেনা গুরুতর আহত হন। এ হামলায় উত্তর কোরিয়া জড়িত বলে দক্ষিণ কোরিয়া অভিযোগ করার কয়েক ঘণ্টা পরই এমন সিদ্ধান্ত আসলো দেশটির পক্ষ থেকে।

২০০৪ সালে এক দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হওয়ার পর সীমান্তে এ ধরনের প্রচারণা বন্ধ করে কোরীয় উপদ্বীপের দুই দেশ।

তবে, ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি রণতরীডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে একবার সীমান্তে প্রচারণা চালানোর হুমকি দেয় দেশটি। এ উদ্দেশ্যে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্তে লাউডস্পিকারও বসানো হয়। কিন্তু এর বেশি সেবার দক্ষিণ কোরিয়া অগ্রসর হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।