ঢাকা: দিল্লি ও জুম্মু-কাশ্মীরের শ্রীনগরসহ ভারতের উত্তরাঞ্চলে বিভিন্ন স্থানে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। লাহোর, ইসলামাবাদসহ পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়ও এ ভূমিকম্প অনুভূত হয়।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় ৪টায়) ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের ফায়জাবাদ থেকে ৮৮ কিলোমিটার (৫৪.৬৮ মাইল) দূরে ২০৯ কিলোমিটার (১২৯.৮৭ মাইল) গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির ইসলামাবাদ, ফয়সালাবাদ, মিয়ানওয়ালি, পেশওয়ার ও সারগোদায়ও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫/আপডেট: ১৭২১ ঘণ্টা
আরএইচ