ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ৭ ছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ৭ ছাত্র নিহত

ঢাকা: থাইল্যান্ডে একটি পিকআপভ্যান উল্টে চালকসহ আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় পিকআপভ্যানটিতে ছাত্রদের একটি দল অবস্থান করছিল।



এ ঘটনায় বেশ ক’জন ছাত্র আহত হয়েছে। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমে প্রকাশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সুজিন শ্রিথংয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, চালক ঘুমিয়ে পড়ায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপ ও পাশ্ববর্তী কয়েকটি গাছে আঘাত করে। আহত ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি থাইল্যান্ডে আশঙ্কাজনক হারে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে, নামিবিয়ার পরে দ্বিতীয় সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশ থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।