ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের শানঝি প্রদেশে ভূমিধস, নিখোঁজ ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
চীনের শানঝি প্রদেশে ভূমিধস, নিখোঁজ ৪০

ঢাকা: চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশের সায়াং কাউন্টিতে ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রায় ৪০ জন।

বুধবার (১২ আগস্ট) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



দেশটির তথ্যবিভাগ জানায়, মঙ্গলবার দিনগত রাতের এ ভূমিধসে ইউঝু মাইনিং কোম্পানির কর্মচারীদের ১৫ টি আবাসিক ভবন ও স্থানীয় বাসিন্দাদের তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় বেশ ক’জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও প্রায় ৪০ জন নিঁখোজ রয়েছেন। নিখোঁজদের অধিকাংশই মাইনিং কোম্পানিটির কর্মচারী।

পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।