ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে এক ট্রাকবোমা বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক লোক।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সকালে বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলে একটি শিয়া জেলায় জনবহুল একটি কাঁচাবাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী জনবহুল ওই বাজারে ট্রাকসহ ঢুকে পড়ে বিস্ফোরণটি ঘটায়।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করে নেয়নি। তবে শিয়া অধ্যুষিত এলাকাগুলোয় এর আগে ইসলামিক স্টেট (আইএস) বহু হামলার ঘটনা ঘটিয়েছে বলে এবারের হামলায়ও সংগঠনটি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫/আপডেট: ১১৫৮ ঘণ্টা
আরএইচ