ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে হুজি সন্দেহে ২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ভারতে হুজি সন্দেহে ২ বাংলাদেশি আটক ছবি: প্রতীকী

ঢাকা: ভারতের হায়দারাবাদে হরকাতুল জিহাদ আল-ইসলামির (হুজি) চার সন্দেহভাজন কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন।



শুক্রবার (১৪ আগস্ট) তাদের আটক করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আটক বাকি দু’জনের মধ্যে একজন পাকিস্তানি ও একজন মায়ানমারের নাগরিক।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, চঞ্চলগুড়া এলাকায় একটি বাড়িতে গত দুই মাস ধরে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ নাজিরসহ চারজন আত্মগোপন করে আছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

নাজির পাঁচ বছর ধরে ভারতে আছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, আটক চারজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের কার্যকলাপ ও হুজি’র সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয় দু’জনের সহায়তায় আটক চারজনই ভুয়া পাসপোর্ট ব্যবহার করে হায়দারাবাদে অবস্থান করছিলো জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে সন্দেহজনক কিছু জিনিসও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।