ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য ‘গভীর বিষাদ’ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের সাত দশকপূর্তি উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওতে এক ভাষণে তিনি এ বিষাদ প্রকাশ করেন।
নিয়ম অনুযায়ী, আত্মসমর্পণের প্রতি এক দশকের মাথায় ক্ষমাপ্রার্থনা করেন জাপানি প্রধানমন্ত্রী। এরই ধারায় এবার বক্তব্য দিলেন আবে। তবে পূর্বসূরিদের মতো তিনি আনুষ্ঠানিক কোনো ক্ষমাপ্রার্থনা করেননি।
বক্তব্যে আবে বলেন, ইতিহাসের সরাসরি মোকাবেলা করা উচিত জাপানের।
জাপান কখনোই আর কোনো যুদ্ধে জড়াবে না বলে এসময় তিনি প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কারণে অনেক নিরপরাধ মানুষ ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের শিকার হয়েছেন।
প্রধানমন্ত্রী শিনজো আবে’র এই বক্তব্য নিবীড়ভাবে লক্ষ্য করছিলো এশীয় দেশগুলো। বিশেষ করে, দক্ষিণ কোরিয়া ও চীন মনে করছিলো, আবে জাপানের যুদ্ধকালীন অপরাধগুলোকে ফিকে করে দেওয়ার চেষ্টা করবেন।
আগের সরকার প্রধানদের ক্ষমাপ্রার্থনাগুলো ছিল অত্যন্ত দৃঢ় উল্লেখ করে তিনি বলেন, জাপান বারবার ক্ষমাপ্রার্থনা করেছে। তবে আমাদের উত্তরসূরিদের ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন আসা উচিত।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএইচ