ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ, আটক অর্ধ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
নেপালে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ, আটক অর্ধ শতাধিক

ঢাকা: নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। রোববার এ বিক্ষোভ চলার সময় অাটক করা হয় অর্ধ শতাধিক প্রতিবাদকারীকে।



নেপাল পুলিশের মুখপাত্র বিশ্ব রাজ পোখারেল জানান, কাঠমান্ডুতে সড়ক অবরোধ, যানবাহন ভাংচুর ও ভয় দেখিয়ে দোকানপাট বন্ধ করার অভিযোগে ৫১ জনকে আটক করা হয়েছে।

নতুন সংবিধান প্রণয়নের  ব্যাপারে চলতি মাসের প্রথম দিকে একমত হয় দেশটির রাজনৈতিক দলগুলো। এই সংবিধান অনুযায়ী, অভ্যন্তরীণ সীমানা চিহ্ন পুনঃনির্ধারণ করা হবে। ফলে নেপাল হবে ছয় প্রদেশের একটি যুক্তরাষ্ট্র।

তবে কয়েকজন জনপ্রতিনিধি ও তাদের সমর্থকরা প্রস্তাবিত এই সংবিধানকে প্রত্যাখ্যান করে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। তাদের মতে, প্রস্তাবিত এই সীমানা নির্ধারণ দেশের ঐতিহ্যকে হুমকির মুখে ঠেলে দেবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।