ঢাকা: শ্রীলংকায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।
প্রায় দেড় কোটি ভোটার নির্বাচনে ভোট দেবেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ফলাফল পাওয়া যাবে।
নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত জানুয়ারিতে তখনকার স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার কাছে নির্বাচনে হেরে প্রেসিডেন্টের পদ হারান রাজাপক্ষে।
এই নির্বাচনকে ঘিরে রাজাপক্ষে ও সিরিসেনার কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে শ্রীলংকায়। সেখানে সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন।
৬৯ বছর বয়সী রাজাপক্ষে ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের শক্ত হাতে দমন করে দেশ বিদেশে ব্যাপক প্রশংসা কুঁড়ান। কিন্তু এরপর বিরোধীরা তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ করে আসছেন।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
কেএইচ