ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে প্রথম ট্রান্সজেন্ডার কর্মী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
হোয়াইট হাউসে প্রথম ট্রান্সজেন্ডার কর্মী নিয়োগ

ঢাকা: প্রথমবারের মতো রাফি ফ্রিডম্যান নামে একজন ট্রান্সজেন্ডারকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে হোয়াইট হাউস।

মঙ্গলবার (১৮ আগস্ট) বারাক ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালেরি জ্যারেটের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।



ভ্যালেরি জানান, মঙ্গলবার থেকে রাফি কাজে যোগ দিয়েছেন। তিনি ‘রিক্রুটমেন্ট পারসোনেল’ হিসেবে প্রেসিডেন্টকে সাহায্য করবেন।

এ নিয়োগ ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার কমিউনিটি এ নিয়োগের জন্য ধন্যবাদ জানিয়েছে ওবামা প্রশাসনকে।

এছাড়া মার্কিন সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রেও ট্রান্সজেন্ডারদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।