ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানবপাচার চক্র ঠেকাতে ফ্রান্সে ব্রিটিশ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
মানবপাচার চক্র ঠেকাতে ফ্রান্সে ব্রিটিশ পুলিশ ছবি: সংগৃহীত

ঢাকা: ফরাসী বন্দর ক্যালে থেকে ইউরো টানেল হয়ে মানবপাচার চক্রগুলোর দৌরাত্ম বন্ধে সেখানে যাচ্ছে ব্রিটিশ পুলিশ।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে’র ক্যালে সফরের আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানালো।



মন্ত্রণালয়টি জানায়, মানবপাচার চক্রগুলোকে মোকাবেলা করতে নিয়ন্ত্রণ কেন্দ্রে ফরাসী পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে ব্রিটিশ পুলিশ।

নতুন খোলা এই নিয়ন্ত্রণ কেন্দ্র মানবপাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে। সেই সঙ্গে ক্যালে থেকে ইউরো টানেল হয়ে মানবপাচারের যে নতুন রুট ও সিন্ডিকেট গড়ে উঠেছে, তা ভেঙ্গে দেবে।

ইউরো টানেল হয়ে মানবপাচার রোধে ফ্রান্স ও ব্রিটেনের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এই ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন ব্রিটিশ ও একজন ফরাসী উর্ধ্বতন কমান্ডার।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।