ঢাকা: তাজমহলের প্রধান ফটকে ব্রিটিশ শাসনামলে লাগানো একটি ঝাড়বাতি ভেঙে পড়েছে। ঝাড়বাতিটির ওজন ৬০ কেজি।
গত বুধবার (১৯ আগস্ট) ঝাড়বাতিটি ভেঙে পড়ে বলে শনিবার (২২ আগস্ট) জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
১৭ শতকে স্ত্রী মমতাজ মহলের স্মৃতির স্মরণে তার সমাধিস্থলে তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান। ১৯০৫ সালে লর্ড কার্জন ছয় ফুট উঁচু ও চার ফুট প্রশস্ত ঝাড়বাতিটি উপহার দেন। সেসময়ই তা সমাধিসৌধের প্রধান ফটকে লাগানো হয়।
ঝাড়বাতিটি ভেঙে পড়ার ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ। তবে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পুরনো হয়ে যাওয়ায় ও ফটকের ছাদের সঙ্গে ঝাড়বাতিটির সংযোগ দুর্বল হয়ে পড়াই মূল কারণ হতে পারে।
ট্যুরিস্ট গাইড ভেদ গৌতম বলেছেন, সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারতের প্রত্নতাত্ত্বিক সার্ভের (এএসআই) প্রধান ভুবন বিক্রম সিংহ জানিয়েছেন, ঝাড়বাতিটি যেখানে লাগানো ছিল সেখানকার গঠন ও বর্তমান পরিস্থিতি পরীক্ষা শেষেই তা আবার লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএইচ