ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিব্বতের প্রথম পাঁচতারকা হোটেলের যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ২৮, ২০১১
তিব্বতের প্রথম পাঁচতারকা হোটেলের যাত্রা শুরু

লাসা: চীনের মালভূমি অঞ্চল তিব্বতের প্রথম পাঁচ তারকা হোটেলের যাত্রা শুরু হলো। শনিবার রাজধানী লাসায় হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

বিনিয়োগকারী ইয়োংগাও ইন্টারন্যাশনাল হোটেলের চেয়ারম্যান গাও ইয়ান জানান, এ অঞ্চলে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে সেন্ট রেগিস পাঁচ তারকা হোটেলটির যাত্রা শুরু হলো।

তিব্বতের পর্যটন অধিদপ্তরের উপ-প্রধান ওয়াং সংপিং বলেন, এরকম আরো দুটি হোটেলের নির্মাণকাজ এ বছরের শেষের দিকে শুরু হবে। নতুন হোটেল দুটির নাম হবে- হোটেল সাংগ্রি-লা এবং দ্য ইন্টারকন্টিনেন্টাল।

সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ এ অঞ্চলটিতে ২০১৫ সালের মধ্যে পাঁচটি পাঁচতারকা হোটেল হবে বলে ওয়াং জানান।

চীনের অধীন স্বায়ত্বশাসিত এ অঞ্চলটিতে পর্যটন শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো, ব্যবস্থাপনা এবং সুযোগ-সুবিধার অভাবে তা বিদেশি পর্যটকদের সেভাবে আকর্ষণ করতে পারছে না। আন্তর্জাতিক মানের নতুন এ হোটেলগুলি সেই সম্ভাবনাকে বাস্তবে রুপ দেবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

অবকাঠামো উন্নয়নের এ উদ্যোগের ফলে ২০১৫ সালের মধ্যে দেশটিতে প্রতি বছর এক কোটি ৫০ লাখ পর্যটক আসবে বলে আশা করছে তিব্বতের পর্যটন অধিদপ্তর। আর এতে প্রতি বছর আয় হবে দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।